kolkata bengali news

নিজস্ব প্রতিবেদক, ভাঙড়: বিজেপিতে ভাঙ্গন অব্যাহত। উত্তর ২৪ পরগনার নৈহাটি, ভাটপাড়ার পর এবার ভাঙড়। প্রভাবশালী তৃণমূল নেতা আরাবুল ইসলামের হাত ধরে ভাঙড়ের ব্যাওতা অঞ্চলের দুই শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রবিবার।

লোকসভা নির্বাচনের পর থেকে ভাঙড়ের ওই অঞ্চলের কিছু কিছু বুথে ক্ষমতা কমেছিল তৃণমূলের। কিন্তু, সাময়িক ধাক্কা সামলে আবার ওই সমস্ত এলাকায় দল গোছাতে ময়দানে নামেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, অহিদুল ইসলাম সহ জুলফিকার মোল্লারা। ভাঙড় ২ নং ব্লকের আইএনটিটিইউসির সভাপতি জুলফিকার মোল্লা বলেন, ‘এদিন যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে তারা এক সময় আমাদের সঙ্গে ছিলেন। মাঝে বিজেপির প্রলোভনে তারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু এখন তারা আবার আমাদের দলে ফিরে এসেছেন।’

রবিবার সকাল সকাল বিজেপি থেকে এলাকার মানুষকে আবার তৃণমূলে ফিরিয়ে আনার জন্য ব্যাওতা ২ নং অঞ্চলের ধর্মতলা পাচুড়িয়াতে ছুটে গিয়েছিলেন আরাবুল ইসলাম। সেখানে একটি মঞ্চ থেকে তাঁদের হাতে তৃণমূলের ঘাসফুলের পতাকা তুলে দেন আরাবুল ইসলাম সহ অহিদুল ইসলাম, জুলফিকার মোল্লারা। এদিন আরাবুল ইসলাম বলেন, ‘বিজেপির সাম্প্রদায়িক এবং ভাঁওতাবাজি রাজনীতি এলাকার মানুষ বুঝে গিয়েছে। তাই দলে দলে মানুষ এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।’ এ বিষয়ে অহিদুল ইসলাম বলেন, ‘এবছর লোকসভা নির্বাচনে ভাঙড়ের সর্বত্রই আমরা বিপুল ভোটে জয়লাভ করলেও এই বুথে তিনশো ভোটে হেরে গিয়েছিলাম। যারা বিজেপিকে ভোট দিয়েছিল, আজ তারা তৃণমূলে যোগদান করছে। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here