news bengali

মহানগর ওয়েবডেস্ক: লকডাউন চলছে ঠিকই, কিন্তু থামার লক্ষণ নেই মারন করোনা ভাইরাসের। সময় যত গড়াচ্ছে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে মৃত্যুদূত করোনা। বিশ্বের একাধিক দেশকে কার্যত ধরাশায়ী করে ভারতেও মুঠো শক্ত করছে কোভিড-১৯। শনিবার শেষ পাওয়া খবরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৩ হাজারের গণ্ডি। সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যা এখনো। পর্যন্ত ৭৫ জন মানুষের মৃত্যু হয়েছে ভারতে করোনার জেরে।

শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। পাশাপাশি নতুন করে মৃত্যু হয়েছে ১৩ জনের। সব মিলিয়ে শনিবার দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭২ জন। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের তরফের এটাও জানিয়ে দেওয়া হয়েছে ভারতে মোট যতজন মানুষ আক্রান্ত হয়েছেন তার ৩০ শতাংশ নিজামুদ্দিনের তাবলীগী জামাতের ধর্মীয় অনুষ্ঠানের জন্য দায়ী।

তবে শুধু ভারত নয়, বিশ্বজুড়েই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া খবরে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৫৩ হাজার ২৮৩। মৃত্যু হয়েছে ৬১ হাজার ৬৬৩ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here