MS Dhoni in new IPL 2020 promo video
বিমানে ধোনির কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন সহযাত্রী, ভাইরাল হয়ে গেল ভিডিও

মহানগর ওয়েবডেস্ক: ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ৷ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট এবার ১৩ বছরে পা রাখছে৷

আইপিএলের উত্তাপ বাড়াতে শুরু করে দিয়েছে টুর্নামেন্টের সম্প্রচারক চ্যানেল স্টার স্পোর্টস ইন্ডিয়া৷ এই বছর প্রথম যে প্রমো ভিডিওটা তারা প্রকাশ করেছিল সেখানে প্রায় প্রতিটি দল ও স্টার খেলোয়াড়কেই কোনও না কোনও ভাবে খোঁচা দেওয়া হয়েছে৷ছিল বিরাট কোহলির ট্রফির খরা থেকে রোহিত শর্মার ক্যারিশ্মা৷ প্রশ্ন উঠেছিল মহেন্দ্র সিং ধোনি কি পারবেন তাঁর পুরনো গরিমায় ফিরতে?

এবার ধোনির ইস্যুতেই স্টার নিয়ে আসল নতুন একটা ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে বিমানের মধ্যে এক কাপলের আলোচনায় ধোনি এবং তাঁর টিম সিএসকে৷ অবশ্যই তাঁদের মনে কিছু সংশয়! তাঁরা আচমকাই খেয়াল করে দেখেন যে, তাঁদের পাশের সিটেই বসে রয়েছেন স্বয়ং মাহি৷ তাঁকে দেখতে পেয়েই চমকে যায় সেই কাপল, চেয়ে নেয় ক্ষমাও৷ আর ঠিক তখনই বিমানে ঘোষণা করা হয়, “সিট বেল্ট বান্ধ লিজিয়ে স্যার, প্লেন অউর হেলিকপ্টার দোনো টেক-অফ করেঙ্গে৷” বাংলায় এর তর্জমা করলে দাঁড়ায়, সিট বেল্ট বেঁধে নিন, প্লেন আর হেলিকপ্টার দুই টেক-অফ করবে৷”

বিজ্ঞাপনে হেলিকপ্টারের কথাতেই বুঝিয়ে দেওয়া হল যে, মাহি তৈরি আছেন৷ তাঁর ট্রেডমার্ক হেলিকপ্টার শটও দেখা যাবে আসন্ন আইপিএলে৷ ধোনি লন্ডন বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর আর টিম ইন্ডিয়ার জার্সিতে খেলেননি৷ কিন্তু আইপিএলের জন্য কোমর বেঁধে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনবারের আইপিএল জয়ী ক্যাপ্টেন৷ সিএসেক-র সদ্য প্রকাশিত ভিডিও-তে দেখা যাচ্ছে, ধোনি রয়েছেন বিধ্বংসী মেজাজে৷ পরপর পাঁচবলে পাঁচটি ছয়ও হাঁকিয়েছেন তিনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here