ms dhoni news

মহানগর ওয়েবডেস্ক: আগামী বছর অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর। আর সেই বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন মহেন্দ্র সিং ধোনি, এমনটাই আশা ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভোর। সেই সঙ্গে নিজেও যে অবসর ভেঙে জাতীয় ক্রিকেট ফিরছেন, সেটাই জানিয়ে দিলেন তিনি।

এক সাক্ষাৎকারে ব্রাভো জানান,

‘ধোনি তো কখনও অবসর ঘোষণা করেনি। আমার বিশ্বাস ধোনি টি২০ বিশ্বকাপে খেলবে। আমি জানি মাঠের বাইরের ঘটনায় এমএস কখনই বিচলিত হয় না এবং এই কথাটা ও আমাদেরও শিখিয়েছে।’

ধোনির টি২০ ক্রিকেট বিশ্বকাপ খেলার পাশাপাশি ওই সাক্ষাৎকারে নিজের ক্রিকেটে কামব্যাক করার কথাও জানান এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

‘আমি শারীরিক ভাবে এখনও বেশ সক্ষম। অনেক প্রস্তাবও পাই খেলার জন্য। মাঠের বাইরের পলিটিক্সের জন্যই ক্রিকেট ছেড়েছিলাম। কিন্তু এখন নেতৃত্ব বদল হয়েছে। তাই মনে হয় এবার কামব্যাক করা যেতেই পারে’, জানান ডোয়েন।

তিনি আরও জানান, ‘বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দল খুব প্রতিভাবান। এই দলে আন্দ্রে রাসেল, সুনীল নারিন বা আমার মতো সিনিয়র খেলোয়াড়রা যদি যুক্ত হয়, তাহলে আমরা ফের বিশ্বসেরা হতে পারব।’

সম্প্রতিই উইন্ডিজ বাহিনীর নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ কায়রন পোলার্ডের হাতে। সেই প্রসঙ্গে ব্রাভো বলেন, ‘পোলার্ড জানে কীভাবে তরুণ ক্রিকেটারদের থেকে সেরাটা বার করে আনতে হয়। ও সকলকে স্বাধীনভাবে খেলতে দেয়। অবশ্যই এতে অনেক সময় ভুল হবে। কিন্তু সেই ভুল থেকেই তো শিক্ষা নিতে হবে। আমাদের দলে ভাল বোলার আর ব্যাটসম্যান আছে। আমাদের শুধু তাঁদের গাইড করা দরকার।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here