kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ধোনির ভবিষ্যৎ কী হতে চলেছে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের মতে ধোনির এবার নিজেরই সম্মানের সঙ্গে সরে দাঁড়ানো উচিত। আর ভারতীয় দলেরও ধোনির বিকল্প হিসেবে কাউকে তুলে আনার সময় হয়ে গেছে।

এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘আমি জানি না ধোনি নিজে কী ভাবছে। ভারতীয় দলে ওর ভবিষ্যৎ কী, সেটা ওই ভাল জানে। তবে ধোনির এখন বয়স ৩৮। আগামী বছর টি-২০ বিশ্বকাপের সময় তা হবে ৩৯। ফলে ভারতীয় দলের এবার সামনে তাকানোর সময় এসেছে।’

তিনি আরও জানান, ‘দলে ধোনির গুরুত্ব অপরিসীম, সেটা অস্বীকার করার কোনও জায়গাই নেই। ব্যাটসম্যান হিসেবে ভরসা জোগানোর পাশাপাশি উইকেটের পিছনেও ধোনির ক্ষিপ্রতার কোনও তুলনা হয়না। এছাড়া ওর হিমশীতল মস্তিস্ক দলের বড় সম্পদ। কিন্তু সব মাথায় রেখেও বলছি, এবার ধোনির সরে যাওয়ার সময় এসেছে।’

ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনালে হারের পর থেকে আর ক্রিকেট খেলেননি মাহি। বরং দুমাসের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বিশেষ ট্রেনিং করতে কাশ্মীরে ছিলেন তিনি। সেই কারণে খেলেননি ক্যারিবিয়ান সিরিজেও। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দলের থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এমএসডি। ফলে ধোনি কবে ফের ক্রিকেটে ফিরবেন, তা নিয়ে প্রবল সংশয় তৈরি হয়েছে।

লিটল মাস্টার আরও বলেন, ‘ধোনি দেশের হয়ে খেলে প্রচুর সম্মান অর্জন করেছেন। দেশে বিদেশে তার অগুনতি ফ্যান। আমিও ধোনির একজন গুণমুগ্ধ ভক্ত। কিন্তু সবকিছুরই একটা শেষ থাকে। তাই আমি মনে করি নির্বাচকরা তাকে বাদ দেওয়ার আগে সম্মানের সঙ্গেই ধোনির ক্রিকেট থেকে সরে যাওয়া উচিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here