নিজস্ব প্রতিবেদক, হাওড়া: ‘নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ঘোষনা হতে পারে লোকসভা ভোটের দিন’ মঙ্গলবার হাওড়া জেলা শাসকের দপ্তরে ঘেরাও কর্মসূচি ও ডেপুটেশনে অংশ নিয়ে বিজেপির রাজ্য নেতা মুকুল রায়ের কথাতেই এমন ইঙ্গিত মিলেছে। এদিন ডেপুটেশন নিতে জেলা শাসক চৈতালী চক্রবর্তী তার কার্যালয়ে না থাকায় মুকুল রায় জানান,’উনি ভয়ে পালিয়ে গেছেন। আগামী নভেম্বরের পর নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ওনাকে ২০১৯’র লোকসভা নির্বাচন পরিচালনা করতে হবে না এটা হলফ করে বলতে পারি।’
তবে কি ঘোষনা হয়ে যাবে লোকসভার দিন?-এ প্রশ্নের উত্তরে তিনি খোলসা করে যদিও কিছু বলেন নি। কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে। এছাড়া ও মুকুলবাবু তৃণমূলকে ‘পিসি ভাইপোর কোম্পানী’ বলেও কটাক্ষ যেমন করেন তেমনি ‘চোর তাড়িয়ে ডাকাত এসেছে’ বলেও মন্তব্য করেন। পাশাপাশি ফেডারেল ফ্রন্টকেও কটাক্ষ করেন তিনি।