নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি: লোকসভা ভোটের আগে শাসক বিরোধী প্রচার চালাতে আট-ঘাঁট বেঁধে নেমে পড়েছে রাজ্য বিজেপি। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের বাধা উপেক্ষা করেই সভা করেছে তারা। তবে তার আগে রাজ্যজুড়ে ঘোষিত বিজেপির রথযাত্রা কর্মসূচীর প্রস্তুতি সভা করতে গিয়ে শিলিগুড়ি থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে সুর চড়ালেন বিজেপি নেতা মুকুল রায়। ‘রাস্তায় হাঁটতে কোনও পারমিশন লাগে না। সরকারের দায়িত্ব , আমরা যে রাস্তায় হাঁটব, সেখানে যাতে কোন সমস্যার সৃষ্টি না হয়।’ শিলিগুড়ি এসে বললেন মুকুল রায়।
‘বিজেপির রথযাত্রা কর্মসূচি চলবে’, বলে এদিন সে কথা পরিস্কার করে জানিয়ে দিলেন মুকুল রায়। মঙ্গলবার শিলিগুড়িতে ট্রেন থেকে নেমে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি।
এদিন কোলকাতা থেকে শিলিগুড়ি এসে পৌঁছান মুকুল রায় এবং শিব প্রকাশ জি। ট্রেন থেকে নামা মাত্রই সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের মধ্যে দেখা যায় খুশীর উত্তেজনা। এরপরই বিজেপি নেতাকে স্লোগান দিয়ে নিয়ে যাওয়া হয় তার গন্তব্যে। বিজেপির রথযাত্রা নিয়ে মুকুল রায় বলেন, যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি মতই রথযাত্রা হবে।