kolkata bengali news

ডেস্ক: বারাসাত আদালতে হাজিরা দিতে এসে সম্প্রতি ভাটপাড়ার দুঁদে বিধায়ক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি   প্রার্থী অর্জুন সিং বলেছিলেন বিধানগর পুরনিগমের মেয়র সব্যসাচী দত্ত ১০০ জন তৃণমূল সমর্থককে নিয়ে বিজপিতে যোগদানের অপেক্ষায়৷ তাঁর এই মন্তব্যের পরই রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়৷ সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদান ঘিরে কম জল্পনা হয়নি বিগত কয়েক দিনে৷ কখনও মুকুলের সঙ্গে আলুরদম আবার কখনও বা দিলীপ ঘোষের সঙ্গে নৈশভোজে বারে বারে সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদান ঘিরে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে৷

অর্জুনের মন্তব্য সেই জল্পনা উস্কে দিয়েছিল এবার মুকুল সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিল৷ জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায়ের দাবি, গণতন্ত্রের পক্ষে হোক বা উন্নয়নের পক্ষে সব্যসাচী আমাদের সঙ্গে আছে৷ সম্প্রতি মুকুলের হাত ঘরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার দৌর্দণ্ডপ্রতাপ বিধায়ক অর্জুন সিং৷ বিজেপিতে নাম লিখিয়েই সুর পাল্টে গিয়েছে তাঁর৷ ভাই যখন বলে দিয়েছেন তখন দাদার গলার সুর কি করে আলাদা হয়৷

 

তাই তো বিজেপি নেতা মুকুল রায়ও সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদানরে জল্পনা নিয়ে কোনও রাখঢাক করেন নি৷ অর্জুনের বিজেপিতে যোগদানের পর তিনি নিশ্চিত আগামী দিন শাসকদলের অনেকেই তার দলে যোগদান করবেন৷ সেই স্বস্তির কিছুটা আভাসও এদিন পাওয়া গেছে মুকুলের গলায়৷ তিনি জানিয়েছেন, শাসকদলের অনেক নেতাই তাঁর দল যোগদান করতে নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে৷ মুকুল রায় আরও জানান, ২০১০ সালের মতো একসময় পরিস্থিতি হবে যে সবাই বলবে আর তৃণমূল করব না৷ কিন্তু গেরুয়া শিবিরে যাঁর যোগদান ঘিরে এত জল্পনা, সেই সব্যসাচী দত্তের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here