ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত ভোট কবে হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পঞ্চায়েত ভোট করে হবে তা নিয়ে বোলপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী কিছুটা আভাষ দিলেও, পঞ্চায়েত কবে হবে তা নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলেননি মুখ্যমন্ত্রী। এবার সেই প্রসঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর কথায়, ‘বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল, তাই পঞ্চায়েত ভোট পিছোচ্ছে।’
বুধবার বীরভূমের বোলপুরে প্রশাসনিক সভা করতে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগস্ট মাসের আগেই হতে পারে পঞ্চায়েত নির্বাচন। তাই আগস্ট মাসের আগে জেলার পঞ্চায়েত কর্তাদের যাবতীয় উন্নয়নমূলক কাজ শেষ করতে বলেন মুখ্যমন্ত্রী। তবে সেখানেও নিশ্চিত করে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন নিয়ে কিছু বলেননি মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় বলেন, ‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভেবেছিলেন পঞ্চায়েতে কোনও প্রতিপক্ষ নেই, আর সেই কারনেই প্রথমে বোর্ডের পরীক্ষাগুলি পিছিয়ে নির্বাচন করার কথা ভেবেছিলেন। কিন্তু যত দিন যাচ্ছে বিজেপি ততই তৃণমূলের কাছে শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। আর সেই কারনেই কখনও এপ্রিলে, কখনও মে মাসে, আবার কখনও জুন-জুলাই মাসে নির্বাচন করার চিন্তাভাবনা করছেন উনি। আসলে উনি যে ভয় পেয়েছেন তা ওনার ওই আচরনেই স্পষ্ট।’
রাজ্যবাসী বরাবরই অভ্যস্ত এপ্রিল কিংবা মে মাসে পঞ্চায়েত নির্বাচন দেখতে। পঞ্চায়েত যুদ্ধে মাঠে নেমে পড়লেও ভোট কবে হবে তা নিয়ে এখনও রা কাড়েনি শাসকদল। তৃণমূলকে টক্কর দিতে নিজেদের সেনাদল গুছিয়ে মাঠে নেমেছে বিজেপিও। বিজেপির নির্বাচনী প্রচার প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মুকুলবাবু বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে সবদিক থেকেই প্রস্তুত বিজেপি। জেলা স্তরে আমাদের আলোচনা চলছে জোরকদমে। এবার সমস্ত স্তরে প্রার্থী দেওয়ার জন্য তৈরি বিজেপি।’