মহানগর ডেস্ক: ভোট বৈতরণী পারের লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে একাধিক শিল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে হতে চলেছে শিল্প। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে সিঙ্গুরের পাশাপাশি বিভিন্ন শিল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাজপুর পোর্টে ৪ হাজার ২০০ কোটি টাকার প্রোজেক্ট নির্মাণ হবে। মিলবে বন্দর নির্মাণের সুযোগ। প্রায় ১৫ হাজার কোটি টাকা দিয়ে বিনিয়োগ হবে। সেইসঙ্গে ২৫ হাজার মানুষের কর্মসংস্থানও হবে বলে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য দেশ তথা পৃথিবীর বড় বড় বন্দর নির্মাতাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, সারা ভারতের ১৩ শতাংশ লোহা-ইস্পাত রপ্তানি শুধুমাত্র বাংলা থেকেই হয়। সেক্ষেত্রে বন্দর তৈরি হলে রপ্তানি আরও বৃদ্ধি পাবে। এমনকি কাছাকাছি বন্দর থাকার জন্য খড়গপুর সংলগ্ন এলাকায় লোহা ও ইস্পাত শিল্পের রপ্তানি বৃদ্ধি পাবে। ফলে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া থেকে ইস্পাত রপ্তানির হার উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৎস্যজীবীদের পাশাপাশি অনেকের কর্মসংস্থান হবে। সেক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ঘটলে এক্সপোর্ট কেন্দ্রও ভবিষ্যতে গড়ে তোলা হবে। তবে মুখ্যমন্ত্রীর দাবি, তাজপুরে গভীর সমুদ্র বন্দর রাজ্যের উন্নয়নের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ।
অন্যদিকে, হাসিমারাতেও হবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তাছাড়া, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে হবে নতুন বিনিয়োগ। ৩৮ একর জমিতে ৪০০ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে। ফুড প্যাকেজিং শিল্পের জন্য রাজ্যের দেওয়া জমিতে নির্মাণ হবে এই প্রকল্প। এর পাশাপাশি সিলিকন ভ্যালিতে এখন সবসময়ই নেওয়া হবে দরখাস্ত, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।