ডেস্ক: বলিউডে এখন প্রেম ও বিয়ের সিজন শুরু হয়েছে। একে একে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন বড় বড় তারকারা। তালিকায় যেমন আছে রণবীর ও দীপিকা, নেহা ও অঙ্গদ, সোনম ও আনন্দ আহুজা। তেমনই প্রেমে হাবুডুবু খাচ্ছেন রণবীর ও আলিয়া। এই খবর এখন বলিউডে অনেক পুরানো ঘটনা। বুলগেরিয়াতে অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে দুজনের মধ্যে প্রেম শুরু। সেখানেই শ্যুটিং-এর মাঝে এদিক ওদিক ঘুরতে দেখা গিয়েছে তাঁদের।
সেটা পুরোটাই বিদেশের মাটিতেই সীমাবদ্ধ ছিল। কিন্তু প্রেম কী কারোর বাঁধা মানে? তাই এবার একসঙ্গে ঘরের বাইরে রাত কাটিয়ে ফেললেন রণবীর ও আলিয়া। তাও আবার মুম্বইতে। সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল রাতে মুম্বই-এর এক পাঁচতারা হোটেলে একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে। যদিও সেই সংক্রান্ত কোনও ছবি পাওয়া যাইনি এখনও অবধি। দুজনকেই দেখা যাবে অয়ন মুখার্জীর আগামী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’তে। তাঁদের সঙ্গে এই সিনেমাতেই অভিনয় করবেন অমিতাভ বচ্চন,মৌনি রায় ও নাগার্জুন। আগামী বছর বড়দিনে মুক্তি পাবে এই সিনেমা।