নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া: নেত্রী মমতা ব্যানার্জ্জী চাইলে আবারও তিনি বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন। বৃহস্পতিবার বাঁকুড়ার কাঞ্চনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিজের সাংসদ কোটার টাকায় নির্মিত রোগীকক্ষে প্রতিক্ষালয়ে’র শিলান্যাস ও ১৭ শয্যা বিশিষ্ট নতুন মাতৃত্বকালীন কক্ষের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই জানালেন, তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মুনমুন সেন। ‘কোন দল নয়, যদি কেউ সত্যিই গরীব মানুষের জন্য কাজ করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।’ একথা জানিয়ে মুনমুন সেন দাবী করেন, প্রত্যেকে একটা ভোট দিয়ে তাকে আবার জয়যুক্ত করুন।
এদিন মুনমুন দাবি করেন, এখনও পর্যন্ত তার সাংসদের এলাকা উন্নয়ন তহবিলে পাওয়া টাকার ৯৫ শতাংশই খরচ করা হয়েছে। কিন্তু অন্যদিকে সম্প্রতি ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দেওয়া বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ তার সাংসদ কোটার টাকা খরচাই করতে পারেননি। হাসপাতালে নার্স অপ্রতুল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, প্রতিটি রাজ্যেই নার্স কম থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। মাতৃত্বকালীন সমস্যা মেটাতে স্থানীয় দাই-মা দের ব্যবহার করা যেতে পারে বলে তিনি এদিন দাবি করেন। মাতৃত্বকালীন সমস্যার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা কাজে লাগতে পারে। কাশ্মীর সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতির জন্য সব রাজনৈতিক দলই দায়ী। কেউ কাশ্মীরের জন্য কিছু করেননি বলেও তিনি দাবি করেন। সমস্যা শান্তিপূর্ণভাবেই মেটানোর আর্জিও জানান তিনি।