kolkata news

Highlights

  • নদিয়ার শান্তিপুরে শান্তনু মাহাতোকে কুপিয়ে খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে
  • মৃতের পরিবারের অভিযোগ, শান্তনুর খুনের পেছনে শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য-র মদত রয়েছে
  • অরিন্দমবাবু সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, শান্তনু সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল


নিজস্ব প্রতিনিধি, নদিয়া:
নদিয়ার শান্তিপুরে শান্তনু মাহাতোকে কুপিয়ে খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম সন্তু চৌধুরী। তার কাছ থেকে পুলিশ একটি অস্ত্র উদ্ধার করেছে। বাকি ২০-২৫ জন অভিযুক্তদের পুলিশ এখনও গ্রেফতার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে মৃত শান্তনু মাহাতোর পরিবার।

মৃতের পরিবারের অভিযোগ, শান্তনুর খুনের পেছনে শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য-র মদত রয়েছে। তাই বিধায়ককে গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, মৃত্যুর ক’দিন আগে বিধায়ক শান্তনুকে হুমকিও দেন বলে অভিযোগ পরিবারের। এমনকি শান্তনু যে সমাজবিরোধী নয়, তাও দাবি করেছে মৃতের পরিবার।

প্রসঙ্গত, মঙ্গলবার শান্তিপুরের বড়বাজার এলাকায় দিনে-দুপুরে তৃণমূলে আশ্রিত প্রায় ২০-২৫ জন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় শান্তনু মাহাতোকে। শান্তনুর চিৎকারে আশপাশের লোক জড়ো হওয়ায় সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর খবর পৌঁছয় শান্তনুর শ্বশুরের কাছে। তিনি ছুটে এসে জামাইকে গুরুতর আহত অবস্থায় শক্তিনগর হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসকরা শান্তনুকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর মৃতের পরিবার শান্তনুর খুনের পেছনে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য-এর মদত রয়েছে বলে সরাসরি অভিযোগ করে। যদিও অরিন্দমবাবু সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, শান্তনু সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল। অপরদিকে মৃতের পরিবারের দাবি, শান্তিপুর পুরসভার চেয়ারম্যান অজয় দে’র কাছের লোক ছিল শান্তনু। আর তার জেরেই খুন হতে হয়েছে শান্তনুকে। এই বিষয়ে চেয়ারম্যান অজয় দে জানিয়েছেন, শান্তনু তৃণমূলের সক্রিয় কর্মী ছিল। যারা শান্তনুকে খুন করেছে, তাদের শাস্তির দাবি জানিয়েছেন এবং সঠিক তদন্তেরও দাবি জানিয়েছেন চেয়ারম্যান।
শান্তিপুরবাসীরা সবাই জানেন, দীর্ঘদিন ধরেই বিধায়ক ও চেয়ারম্যানের মধ্যে সংঘাত রয়েছে। শান্তনু চেয়ারম্যানের ঘনিষ্ঠ হওয়ায় কি এই খুন? তার উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন অনেকেই। এই খুনের পর থেকে এলাকা বেশ থমথমে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here