নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ দিনাজপুর: খুন হলেন তৃণমূল অঞ্চল সভাপতি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কালদিঘি এলাকার ঘটনা। রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী গঙ্গারামপুর দমদমা অঞ্চলের তৃণমূল সভাপতি সন্তোষ দাসের ওপর ছুরি নিয়ে হামলা করে। এরপর তাঁকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকা জুড়ে। গ্রেফতার করা হয়েছে এক জনকে।
এ প্রসঙ্গে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক তথা গঙ্গারামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দলীয় চেয়ারম্যান গৌতম দাস জানান, দমদমা অঞ্চলের দলীয় সভাপতি রাতে খুন হয়েছেন। তা সকলের কাছে অত্যন্ত দুঃখের।ইতিমধ্যেই একজন আসামী গ্রেপ্তার হয়েছে। রয়েছে ঘটনার প্রত্যক্ষ দর্শীও। তৃণমূলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, এই খুনের ঘটনায় যে বা যারাই জড়িত থাক তাদের সঠিক তদন্ত করে খুঁজে বের করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। দলীয় গোষ্ঠী কোন্দলের কারণে এই খুন কি না তার উত্তরে গৌতম বাবু জানান এখনই বলার সময় আসেনি, যদি কোন বিষয় থাকে তবে নিশ্চিত সেটা প্রকাশ্যে আসবে। গঙ্গারামপুর হাসপাতাল থেকে কয়েকজন অস্থায়ী কর্মীদের কর্মচ্যুত করার জন্যই এই খুন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা খুন করেছে তারা তৃণমূল কংগ্রেসের কোন বড়ো নেতা নন যে তাদের অনুগামীরা হাসপাতালে কাজ করত। তদন্ত চলছে ,খুব শীঘ্রই সব সত্যি সামনে আসবে।