bengali news

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল এক ব্যবসায়ী। মৃতের নাম সত্যজিৎ মল্লিক। বাড়ি নদীয়ার পদ্মবিলা এলাকায়। ঘটনাটি ঘটেছে, চাকদা গৌরণগর গঙ্গার ঘাটে।

স্থানীয় সূত্রের খবর, সত্যজিতের সঙ্গে ছিলেন তাঁর কয়েকজন বন্ধু। চাকদা রোডে যানজট থাকায় তাঁরা গৌরনগর ঘাটে চলে আসেন। সেখানে এসে গঙ্গায় স্নান করতে নামেন সত্যজিৎবাবু। কিন্তু তিনি গঙ্গায় তলিয়ে যান।  জানা গিয়েছে, তাঁকে বাঁচাতে গঙ্গায় নামেন তার  এক বন্ধু কিন্তু তিনি সাঁতার না জানায় সত্যজিৎ কে তিনি বাঁচাতে পারেননি।

এরপর সেখান থেকে পালিয়ে যান মৃতের সঙ্গীসাথীরা। পুলিশ প্রাথমিক অনুমান, মদ্যপান করে গঙ্গায় স্নান করতে নামায় এই বিপত্তি। মৃতের সঙ্গীদের খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।

ব্য়বসায়ী সত্যজিৎ মল্লিকের গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া নিছকই দুর্ঘটনা নাকি খুন? সেদিকটাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় সত্যজিতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here