Home Featured নদিয়ার নাকাশিপাড়ায় খেলার ছলে গামছায় ফাঁস লেগে মৃত্যু  শিশুর

নদিয়ার নাকাশিপাড়ায় খেলার ছলে গামছায় ফাঁস লেগে মৃত্যু  শিশুর

0
নদিয়ার নাকাশিপাড়ায় খেলার ছলে গামছায় ফাঁস লেগে মৃত্যু  শিশুর
Parul

নিজস্ব প্রতিনিধি:   সোমবার বেলা ১১ টা নাগাদ নদিয়ার নাকাশিপাড়া গেট পাড়া এলাকার এক শিশুর মৃত্যু হয়। গলায় গামছার ফাঁস লেগে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

শিশুটির মামা আক্রম শেখ, জানান আজ সকাল ১১ টা নাগাদ, পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতেই তৃতীয় শ্রেণীতে পড়া মিজানুর বিছানায় শুয়ে কার্টুন দেখছিলো, তার হাতে ছিল একটি গামছা!যা নিয়ে সে খেলা করছিল। হঠাৎ লক্ষ্য করা যায় তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলায় পেঁচিয়ে রয়েছে গামছা! তাড়াতাড়ি বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিবারের দাবি, তার মৃতদেহ ময়না তদন্ত না করে ছেড়ে দেওয়া হোক তাদের হাতে! কিন্তু প্রশাসনিক নিয়মে, যেহেতু একজন শিশু! তাই ময়নাতদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে প্রশাসনের নির্দেশে  শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here