ডেস্ক: রবিবার ৪২ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসে দেশের গরীব কৃষকদের জন্য সুখবর শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখন থেকে চাষের সমস্ত খরচ ধরে ফসলের দাম ধার্য করবে সরকার।’ তাঁর কথায় কৃষকদের পর্যাপ্ত আয় নিশ্চিত করতে কৃষি বাজার তৈরি করা হবে। এবং গ্রামের বাজার, পাইকারি বাজার ও বিশ্ব বাজারের মধ্যে সংযোগস্থাপন করা হবে।’
এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটে কৃষকদের ফসলের জন্য দেড়গুণ ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কৃষিক্ষেত্রের উন্নতির জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এখন থেকে চাষের খরচের মধ্যে কৃষকদের শ্রম ব্যয়, চাষের যন্ত্রপাতির খরচ, জমির দাম, এবং যদি গবাধিপশু ব্যবহৃত হয় তবে তার সমস্ত খরচ ধরে ধার্য করা হবে ফসলের দাম।’
একইসঙ্গে এদিনের অনুষ্ঠানে ভারতীয় সংবিধানের প্রনেতা বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাবাসাহেব আম্বেদকর ভারতের পরিকাঠামোর উন্নতির স্বপ্ন দেখতেন। আমরা তাঁর স্বপ্ন পূরণ করতে ভারতের অর্থিক উন্নয়নের জন্য কাজ করছি। একইসঙ্গে এদিন দেশের যুব সম্প্রদায়কে উদ্দেশ্য করে যোগাসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যোগ-শিক্ষক না। কিন্তু কিছু লোক তাদের সৃজনশীলতার মাধ্যমে আমাকে যোগ-শিক্ষক বানিয়ে দিয়েছে। দেশের তরুণ প্রজন্মকে ফিট ইন্ডিয়া আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান তিনি। সেই সঙ্গে যোগাসনকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়ে জন আন্দোলনে পরিণত করার ডাক দেন তিনি।