মহানগর ওয়েবডেস্ক : ডিসেম্বরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কোনও রাজনৈতিক কার্যে কিংবা দলের হয়ে প্রচারে নয়, সরকারি কাজেই পশ্চিমবঙ্গে আগমন হতে চলেছে প্রধানমন্ত্রীর।
বিশ্বভারতীতে পৌষ মেলা না হলেও পৌষ উৎসব উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে হাজির থাকার কথা প্রধানমন্ত্রীর। কিছুদিন আগেই তাকে এই মর্মে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এছাড়াও দীর্ঘ জমি জট ও আইনি বাধা পেরিয়ে কাজ শেষ হয়েছে দক্ষিণেশ্বর ও নোয়াপাড়া মেট্রোর। খুব শীঘ্রই মেট্রো পরিষেবা শুরু করবে কর্তৃপক্ষ।
সেই দক্ষিণেশ্বর – নোয়াপাড়া মেট্রোর রুটের উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরেই। চলতি বছরে কালীপুজো তেই কাজ শেষ করার কথা ছিল মেট্রো রেলের কিন্তু জার্মানি থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ না আসায় কাজে একটু দেরী হয়েছে বলেই জানা গিয়েছে। তবে বাকি কাজ দ্রুত শেষ হয়ে যাবে বলে আশ্বাস কর্তৃপক্ষের।
এরই সঙ্গে রয়েছে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান তাতেও যোগ দিতে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।