ডেস্ক: সম্প্রতি দেশের সীমান্তের ওপর হামলার খবর প্রায় রোজদিনই পাওয়া যাচ্ছে। এই অবস্থায় আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। সূত্রের খবর, এই অমরনাথ যাত্রার ওপর সন্ত্রাসবাদীরা হামলা করার পরিকল্পনা করছে। আর এই খবরই জম্মু-কাশ্মীর সরকারকে দুশ্চিন্তায় ফেলেছে। যার জন্য কাশ্মীর সরকার অমরনাথ যাত্রার সুরক্ষার কথা চিন্তা করে অতিরিক্ত ২২ হাজার সেনা নিযুক্তির জন্য আবেদন জানিয়েছে।
গত বছরও যাত্রীদের সুরক্ষার জন্য ৩৫ হাজার সেনার নিযুক্তি করা হয়েছিল। তা সত্ত্বেও বাস ভর্তি যাত্রীদের ওপর হামলা চালায় জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, প্রায় ২০০ জঙ্গি সীমান্তে ওঁত পেতে রয়েছে এবং তাঁরা যে কোনও সময় হামলা শুরু চালাতে পারে। তাই পরিস্থিতির গম্ভীরতা বুঝে কেন্দ্রীয় সরকার সীমান্তে ২২৫ কোম্পানি আধা সেনা মোতায়েন করেছে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দু’দিনের জন্য জম্মু-কাশ্মীরের সফরে গিয়ে সুরক্ষা ব্যবস্থা দেখে আসেন। তখন তিনি জানান, এবার সুরক্ষা ব্যবস্থা আরও বাড়ানো হবে। তার জন্য যাত্রা রুটে ডগ স্কোয়াডও মোতায়েন করা হবে। যাতে অনুপ্রবেশকারিরা কোনও রকমের হামলা চালানোর সুযোগ না পায়। সার্বিক পরিস্থিতি মাথায় রেখে সিসিটিভিও লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।