মহানগর ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ১০ মাস পর মাদক মামলার চার্জশিট পেশ করল নারকটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি )। শুক্রবার সংস্থার তরফ থেকে ১১ হাজার ৭০০ পাতার চার্জশিটটি পেশ করা হয়।এই চার্জশিটের ডিজিটাল ফরম্যাটে রয়েছে ৪০ হাজার পৃষ্ঠা। যেটি সিডি হিসেবে জমা দেওয়া হয় আদালতে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক সহ মোট 33 জনের নাম রয়েছে। দীপিকা পাডুকোন,সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ ২০০ জন সাক্ষীর বক্তব্যও তুলে ধরা হয়েছে এতে। এছাড়াও মাদক উদ্ধার হয়েছে যাদের কাছ থেকে, মাদক নেওয়ার প্রমাণ পাওয়া গেছে যাদের বিরুদ্ধে,তাদের সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয়া হয়েছে এখানে।অভিযোগের সপক্ষে রয়েছে কল রেকর্ডিংও।
গত বছর ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। প্রথমে খুনের অভিযোগ উঠলে গ্রেপ্তার করা হয় তার গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিককে।পরে পুলিশ জানায় আত্মহত্যা করেছে এই তরুণ অভিনেতা। জামিনে মুক্তি পেয়ে যায় রিয়া এবং তার ভাই। কিন্তু তাদের নাম জড়িয়ে যায় এই মাদক মামলায়।