ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের টানাপড়েনের মধ্যেই আরও চাপ বাড়ল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপর। চাকরি ফেরত চাওয়ার দাবি নিয়ে তৃণমূল মহাসচিবের বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রায় সাড়ে ৬ হাজার কম্পিউটার শিক্ষক। ৩১ মার্চ থেকে দেওয়া কর্মচ্যুতির নোটিশের প্রতিবাদে এদিন শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্না দেন তারা।
ধর্নায় সামিল হওয়া সকল শিক্ষকেরাই ছিলেন বিভিন্ন সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষক। মাসে ৫ হাজার টাকা বেতন পেতেন তারা। কিন্তু গত মাসের ৩১ তারিখ তাদের কর্মচ্যুতির নোটিশ দেওয়া হয়। এর ফলে এক ধাক্কায় চাকরি হারা হয়ে পড়েন তারা। এই কারণেই চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়ে ধর্নায় সামিল হন সাড়ে ৬ হাজার শিক্ষক-শিক্ষিকা।
সকাল থেকে ধর্না শুরু হয়ে সময় গড়িয়ে গেলে নড়েচড়ে বসেন পার্থ। শিক্ষকদের পাঁচ সদস্যের একটি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে দীর্ঘসময় আলোচনা করেন। বৈঠক থেকে বেরিয়ে ৫ সদস্যের দল সংবাদ মাধ্যমকে জানান, বিষয়টির মীমাংসা করতে ১৭ এপ্রিল পর্যন্ত সময় চেয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়াও শিক্ষকদের অনশন তুলে নেওয়ার আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়।