মহানগর ওয়েবডেস্ক: দেবীপক্ষের সূচনা হয়েছে। শারদ উৎসব শুরু হতে বাকি আর মাত্র কিছুদিন। চারিদিকে সাজ সাজ রব কিন্তু একি, তার মাঝেই হাজির হয়েছে “অসুর”। তবে এ “অসুর” পুরাণের নয় কিংবা বাস্তবের নয়। জিৎ-আবীর ও নুসরতের জুটির আগামী সিনেমার নাম “অসুর”। গত বছর শীতকালে “রসগোল্লা” উপহার দেওয়ার পর এবছরে দর্শকদের পরিচালক পাভেল উপহার দিচ্ছেন “অসুর”।
বেশ কিছুদিন ধরেই এই সিনেমার পোষ্টার মুক্তি পেয়েছিল এদিন মুক্তি পেল এই সিনেমার টিজার। সেখানে দেখা গিয়েছে একজন পাগলাটে শিল্পী ও তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও দুজন মানুষের জীবনের জার্নি। মূলত শিল্পী রামকিঙ্কর বেইজকে বিশেষ সম্মান দিয়েই বানানো হয়েছে “অসুর”। এখানে কিগান মান্ডি নামে একজন শিল্পীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিৎকে। “অসুরে” দুর্গা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নুসরত জাহানকে। আর একজন কর্পোরেট চাকুরীজীবী মানুষের চরিত্রে অভিনয় করছেন আবীর চ্যাটার্জী। তবে শরতে নয় শীতে আসবে এই “অসুর”। সিনেমাটি প্রযোজনা করেছেন জিৎ নিজে।
“অসুর”এর মাধ্যমে বড়পর্দায় ফের উঠে আসবে জিৎ ও আবীরের যুগলবন্দি। চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে “অসুর”।