ডেস্ক: ঠিক ছিল এদিন সন্ধ্যায়র মধ্যে নতুন করে ভোটের নির্ঘন্ট প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন৷ সেইমতো৷ দুপুর ১টা থেকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং৷ কিন্তু এদিন ঘোষণা করা গেল না নতুন নির্ঘন্ট৷ পঞ্চায়েত ভোট গ্রহণের নতুন নির্ঘন্টের বিষয়ে আগামী সোমবার রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শনিবারের বৈঠকে ভোটের নির্ঘণ্ট নিয়ে কোনওরকম আলোচনা হয়নি। তাই আগামী ২৩ এপ্রিল অর্থাৎ সোমবার সকালে ওই বৈঠকের পরই ঠিক হবে ভোটের দিনক্ষণ। এবং তারপর আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন৷ তবে শনিবারই সন্ধ্যায় নির্বাচন কমিশন মনোনয়নের বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানা গিয়েছে। অন্তত রাজ্য সরকারের প্রতিনিধি সৌরভ দাস কমিশনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এমনটাই দাবি করেছেন৷
নির্বাচনের দিনক্ষণ নিয়ে কমিশন এবং রাজ্য সরকার মতানৈক্যে পৌঁছেছে বলে খবর৷ রাজ্য সরকারের ইচ্ছাকেই মান্যতা দিয়ে রমজান মাসের ছিক আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কমিশন৷ ফলে রাজ্য নির্বাচন কমিশন নতুন করে পঞ্চায়েত ভোটের যে নির্ঘন্ট প্রকাশ করতে চলেছে, তাতে আগামী ১৪ ও ১৬ মে ভোট গ্রহণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে৷ অর্থাৎ, ১,৩ ও ৫ তারিখের পরিবর্তে এবার ভোট হবে ওই দু’দিন৷ এবং গণনা হতে পারে ১৯ মে৷ অর্থাৎ তিন দফা থেকে কমিয়ে নতুন নির্ঘন্টে দু’দফায় ভোট হওয়ার সম্ভাবনা৷ আগে গণনার দিন ছিল ৮ মে৷