corona
Parul

 

ads

 

 

মহানগর ডেস্ক:  উত্তরপ্রদেশে ঢুকতে গেলে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। সেই রিপোর্ট আবার চার দিনের বেশি পুরনো হলে গ্রাহ্য করা হবে না। রাজ্যের বাইরে থেকে আসা যাত্রীদের জন্য নয়া নিয়ম চালু করল উত্তরপ্রদেশ সরকার।

উত্তরপ্রদেশে করোনা সংক্রমণের হার তিন শতাংশের বেশি। উত্তরপ্রদেশ সরকার তাই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে। তাই করোনা রিপোর্ট না থাকলেও, যাদের করোনার দুটো টিকা নেওয়া হয়েছে, তাদের এক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে। এছাড়া রাজ্যের বাইরে থেকে এলে তাঁদের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও থার্মাল স্ক্রিনিং হবে বলেও জানানো হয়েছে।

করোনা পরিস্থিতির জেরেই শনিবার কানোয়ার যাত্রা উত্তরপ্রদেশ সরকার বাতিল করেছে। ২৫ জুলাই থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কানোয়ার যাত্রা বাতিল করে দেয় উত্তরপ্রদেশ সরকার।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here