Home মহানগর 24x7 Exclusive অ্যাসিড হামলা থেকে বেঁচে ফেরার কাহিনী এবার ছোট পর্দায়

অ্যাসিড হামলা থেকে বেঁচে ফেরার কাহিনী এবার ছোট পর্দায়

0
অ্যাসিড হামলা থেকে বেঁচে ফেরার কাহিনী এবার ছোট পর্দায়
Parul

ডেস্ক: শীঘ্রই কালার্স বাংলায় আসতে চলেছে সত্য ঘটনা অবলম্বনে নতুন ধারাবাহিক ‘আলোয় ভুবন ভরা’। এই ধারাবাহিক প্রসঙ্গে সবচেয়ে বেশি চর্চিত হয়েছে এর বিষয়বস্তু। শাশুড়ি-বৌমার কোন্দল নয়, গরীব মেয়ে-বড়লোক ছেলের প্রেম নয়, এই ধারাবাহিক তৈরী হচ্ছে অ্যাসিড হামলা থেকে বেঁচে ফেরা এক সাধারণ মেয়ের জীবন নিয়ে। নায়িকাকে নিয়ে অকারণ বস্তাপচা ফ্যান্টাসি নয় দেখনো হবে নির্দোষ এক মেয়ের প্রতি সমাজের অবিচার, তার ঘুড়ে দাঁড়ানোর গল্প। মুখ্য চরিত্রে অভিনয় করবেন রোশনী ভট্টাচার্য ও ভরত কল। যদিও এর আগে সামাজিক বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে ছোট পর্দায় অনেক কাজ হয়েছে তাও অ্যাসিড হামলা নিয়ে কাজ এক অভিনব উদ্যোগ। মুক্তি পেয়েছে সিরিয়ালটির একটি ছোট্ট টিজার যা ইতিমধ্যে দর্শকদের আকর্ষণ করেছে। জাতীয় অপরাধ দপ্তরের রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে প্রতিবছর চোখে পড়ার মত সংখ্যায় জমা পড়ে অ্যাসিড হামলার কেস। সাধারণত ব্যর্থ প্রেমিক কিংবা উত্ত্যক্তকারীরা এই ধরনের অপরাধ করে থাকে। সম্প্রতি কলকাতার শহরের বেহালায় পর্ণশ্রী নিবাসী ২৫ বছর বয়সী এক তরুণীর উপর অ্যাসিড হামলার চেষ্টা করা হয়। এছাড়াও বর্ধমানে তিন স্কুলছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়। এহেন পারিপাশ্বিক পরিস্থিতিতে কালার্সের এই উদ্যোগ সমাজের কাছে এক ইতিবাচক বার্তা নিয়ে আসবে বলে আশা করাই যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here