মহানগর ওয়েবডেস্ক: কোভিড-১৯, পোশাকি নাম করোনা ভাইরাস। সেই একটা ভাইরাস নাড়িয়ে রেখে গোটা দেশ তথা বিশ্বের অর্থনৈতিক অবস্থাকে। বুধবারই করোনা ভাইরাসকে আন্তর্জাতিক মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যার প্রত্যক্ষ প্রভাব এদিন লক্ষ্য করা গেল ভারতীয় শেয়ার বাজারে। গত দু’বছরে প্রথমবার ১০,০০০ পয়েন্টের নীচে নেমে গেল নিফটি। সেনসেক্স প্রায় ১৮২১ পয়েন্টের পতন সহ ৩৩,৮৭৬ পয়েন্টে খোলে। ৪৭০ পয়েন্টের পতন সহ নিফটি ব্যবসা শুরু করে ৯,৯৮৮ সূচক থেকে। ২০১৮ সালের মার্চে শেষবার ১০,০০০ অংকের নীচে নামতে দেখা গিয়েছিল নিফটিকে।
শেয়ার বাজারের এহেন দশায় মন্দার মুখ দেখেছে ভারতীয় মুদ্রাও। ডলারের তুলনায় এদিন ৮২ পয়সা পড়ে যায় টাকার দাম। এক ডলারের দাম ভারতীয় মুদ্রায় এখন ৭৪.৫০ টাকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকালই করোনা রুখতে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামী ৩০ দিন ইউরোপ এবং ব্রিটেনের থেকে সমস্ত নাগরিকদের আমেরিকা যাওয়ার ভিসা বাতিল করেছেন। একই ভাবে ভারতও সিদ্ধান্ত নিয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ট্যুরিস্ট ভিসা বাতিল করার। বিশ্বের প্রথম পাঁচটি অর্থনীতির মধ্যে থাকা তিনটি দেশই (আমেরিকা, চিন, ভারত) নিজেদের সীমান্ত একপ্রকার ‘সিল’ করে দেওয়ার কারণে এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে দেশীয় এবং বিদেশের বাজারে।
চিন্তা বাড়িয়েছে অপরিশোধিত তেলের দামে পতনও। করোনা ভাইরাসের প্রভাবে যেভাবে যাতায়াত নিয়ন্ত্রিত করা হচ্ছে, তাতে আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। ফলে কাঁচা তেলের দাম ৫ শতাংশ কমে যায়। এতেও বড় চোট লাগে শেয়ার বাজারে। বিগত কয়েকদিনে প্রায় ১২ লক্ষ কোটির ক্ষতি শুধু ভারতীয় বাজারেই হয়েছে। বিনিয়োগকারীরা বুঝতে পারছেন না কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তাই ঝুঁকি নিয়ে শেয়ার কেনার আগ্রহ দেখাচ্ছেন না কেউই। ফলে করোনা আতঙ্কের মধ্যে দিন কাটানো বাজার কবে আচ্ছে দিন দেখতে পাবে তা নিয়েও সংশয় থেকে যাচ্ছে।