ডেস্ক: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর্থিক জালিয়াতির মামলায় অভিযুক্ত নীরব মোদীর বিরাট পরিমাণ সম্পত্তিতে দখল নিল ইডি। নীরবের প্রায় ৬৩৭ কোটি টাকার সম্পত্তি ভারত সহ আরও চারটি দেশ থেকে বাজেয়াপ্ত করেছে ইডি। সূত্রের খবর, ১৩৬০০ কোটির ঋণখেলাপির মামলায় অভিযুক্ত নীরবের প্রায় ৪০০০ কোটির সম্পত্তিই রয়েছে বিদেশে। আর্থিক কেলেঙ্কারি আইনের অন্তর্গত আইনে বিদেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বিভাগ।
ভারত, ইংল্যান্ড, আমেরিকা সহ আরও দুই দেশে তল্লাশি চালিয়ে প্রচুর গয়না সহ ফ্ল্যাট, ও বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে ইডি। নাম প্রকাশে এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান, একই মামলায় আদিত্য নানাবটির বিরুদ্ধেও রেড কর্ণার নোটিস জারি করেছে ইন্টারপোল।
প্রসঙ্গত, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক জালিয়াতির বিষয়টি নজরে আসার আগেই দেশ ছেড়ে গা ঢাকা দেন নীরব মোদী। তাঁর সঙ্গে দেশ ছেড়ে পালান গীতাঞ্জলীর মালিক মেহুল চোকসিও। তারপর থেকে তল্লাশি চালানো হলেও এখনও অধরা এই দুই ব্যবসায়ী। মনে করা হচ্ছে লন্ডনেই লুকিয়ে রয়েছে নীরব। অন্যদিকে, চোকসি সম্ভবত রয়েছেন অ্যান্টিগুয়াতে।