kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লি তথা ভারতের অপরাধের ইতিহাসে আজও বিভীষিকাময় এক রাত। ওইদিন চলন্ত বাসের ভিতর ৬ জনের দ্বারা গণধর্ষিতা হয়েছিলেন বছর তেইশের এক প্যারামেডিকেল ছাত্রী নির্ভয়া। দেশজুড়ে আলোড়ন ফেলা সেই ঘটনায় অপরাধী হিসাবে চিহ্নিত হওয়া ৬ জনের মধ্যে তিহার জেলের অন্দরে আত্মহত্যা করেছিলেন রাম সিং নামে ঘটনার মূল অভিযুক্ত। দীর্ঘ বছর শেষে এবার প্রকাশ্যে এল আত্মহত্যা নয়, জেলের ভিতর খুন হতে হয়েছিল সেই রাম সিংকে। সম্প্রতি, চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর নিজের লেখা বইতে এমনই বিস্ফোরক দাবি করলেন তিহার জেলের এক প্রাক্তন আধিকারিক।

নির্ভয়া কাণ্ডে ৬ অভিযুক্তের মধ্যে আদালতের রায়ে ফাঁসির সাজা শোনানো হয়েছে ৪ অভিযুক্তকে এই চারজন, মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিং। এছাড়া এক অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে পাঠানো হয়ে জুভেনাইল কোর্টে এবং মামলা চলাকালীন ১১ মার্চ ২০১৩ সালে তিহার জেলের অন্দরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ঘটনায় মূল অভিযুক্ত রামসিং। তবে সুনীল গুপ্তা নামে তিহার জেলের ওই প্রাক্তন আধিকারিকের নিজের লেখা বই ‘ব্ল্যাক ও্যারেন্ট: কনফেশান অফ অ্যা তিহার জেল’-তে দাবি রাম সিংকে হয়ত খুন করা হয়েছিলে জেলের মধ্যে। নিজের বক্তব্যের যুক্তিতে বেশ কিছু প্রমাণও তুলে এনেছেন ওই আধিকারিক।

নিজের বইতে তাঁর দাবি, রাম সিংয়ের মৃত্যুর পর ময়না তদন্তে যে রিপোর্ট পাওয়া গিয়েছে সেখানে দেখা যায় রাম সিংয়ের পাকস্থলীতে অ্যালকোহল রয়েছে। অথচ শুধু তিহার জেল নয়, গোটা ভারতবর্ষের সমস্ত জেলেই সম্পূর্ণরুপে নিষিদ্ধ রয়েছে মদ। তাহলে নিরাপত্তার মোড়কে মোড়া তিহার জেলে মদ ঢুকল কোথা থেকে? তাহলে নিশ্চয়ই ঘাটতি ছিল তাহারের নিরাপত্তায়। দ্বিতীয় কারণ হিসাবে তাঁর দাবি, যেখানে রাম সিং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সেই সেলে তাঁর পাশাপাশি আরও ৩ জন বন্দি ছিলেন। তবে তাঁদের নজর এড়িয়ে কীভাবে আত্মহত্যা করল রাম সিং? নিজের পায়জামার দড়ি দিয়ে যেভাবে আত্মহত্যা সে করে তা ওই অভিযুক্তের একার পক্ষে সম্ভব নয়। সুতরাং রাম সিংয়ের মৃত্যুর ঘটনার পিছনে রহস্য রয়েছে। প্রসঙ্গত, নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে বাকি চার অভিযুক্তকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন না করলে তাঁদের ফাঁসির দিন ঠিক করা হবে বলেও জানিয়ে দিয়েছে তিহার কর্তৃপক্ষ এরই মাঝে প্রকাশ্যে এল এহেন বিস্ফোরক তথ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here