ডেস্ক: নেশাখোরদের শায়েস্তা করতে এবার নতুন পদক্ষেপ গ্রহন করলো বিহারের নীতীশ কুমারের সরকার। তেলেঙ্গানা রাজ্য থেকে ২০টি প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর আনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি-জোট শরিকের এই সরকার। দুবছর হল বিহারে মদ বাতিল করেছে সরকার। কিন্তু এখনও সেখানে বেআইনি ভাবে মদের কারবার চলে। বিহারের এডিজি সিআইডি বিনয় কুমার জানিয়েছেন, তেলেঙ্গানার ইন্টেলিজেন্স ইন্টিগ্রেটেড ট্রেনিং অ্যাকাডেমিতে কুকুরগুলিকে মদের গন্ধ শুঁকিয়ে ট্রেনিং দেওয়ানোর পরে তাদের বিহারে পাঠানো হবে।
মদ নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করানোর পরেও কোনও কাজের কাজ না হওয়ায় বাধ্য হয়েই কুকুর খোঁজার কাজ শুরু করে বিহার সরকার। সেই সময় তারা তেলেঙ্গানার কুকুর প্রশিক্ষন কেন্দ্রের কথা জানতে পারে। যেখানে কুকুরগুলিকে বিস্ফোরকের পাশাপাশি মদের গন্ধ শুঁকিয়ে পারদর্শী করে তোলা হয় বলে জানিয়েছেন বিহারের এডিজি সিআইডি। প্রায় ২০টি কুকুরের বাচ্চাকে তেলেঙ্গানায় আট থেকে নয় মাসের ট্রেনিং দেওয়া হবে। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলিকে বিহারের চারটি পুলিশ জোন, পাটনা, মুজফফরপুর, দ্বারভাঙা এবং ভাগলপুরে এই কুকুরগুলিকে রাখা হবে বলে জানা যাচ্ছে।