kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ‘সেক্রেড গেমস’-এ আমরা জোজোর শুধুমাত্র একঝলক পেয়েছিলাম। কিন্তু এবার ‘সেক্রেড গেমস ২’_এ তাঁকে দেখা যেতে চলেছে। জোজোর চরিত্রে দেখা যাবে সুরভিন চাওলাকে। ওয়েব সিরিজে তাঁর লুক নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে। সুরভিনকে এমন একটি ভূমিকায় দেখা যেতে চলেছে, যিনি কাউকেই তোয়াক্কা করেন না। বিশেষ করে গ্যাংস্টার গণেশ গাইটোনডেকে একদমই ভয় পায় না জোজো। গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকে। তবে জোজোর চরিত্রে অভিনয় করা মোটেই সহজ ছিল না সুরভিনের কাছে। অভিনেত্রী বলেন,’সেক্রেড গেমস’ -এর শ্যুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। সেই সময় শ্যুট করাও তাঁর কাছে অসম্ভব হয়ে উঠেছিল। মনে হয়েছিল সেখান থেকে পালিয়ে যাই।

সম্প্রতি এক সাক্ষাতকারে এই খোলসাই করলেন অভিনেত্রী। ওয়েব সিরিজের শ্যুটিং করা তাঁর কাছে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। সুরভি জানালেন, গর্ভবতী অবস্থায় ‘সেক্রেড গেমস’-এ অভিনয় করা কতটা কঠিন ছিল তা আমি ছাড়া আর কেউ জানবে না। মনের ভেতরে কী চলছে তা প্রকাশ করতে পারবেন না। এমনকি আপনার আবেগকেও মনের ভেতরে চেপে রাখতে হবে। সেই সময় এইভাবে শ্যুটিং করা সহজ ছিল না। কারণ, গর্ভবতী অবস্থায় শ্যুট বা অনান্য কাজ করা সম্ভব নয়। আমার মনে হয়েছিল, ছুটে চলে যাই। সেট থেকে দূরে চলে যাই।’ ইতিমধ্যেই ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। প্রথম সিজনের মতো সেকেন্ড সিজনেও দর্শকদের উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে। ‘সেক্রেড গেমস’ ১৫ আগস্ট মুক্তি পেতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here