ডেস্ক: মাসটা বৈশাখ। কিন্তু বৃষ্টি-বাদলার আবহে অত্যাধিক গরমের পরিস্থিতি সৃষ্টি হয়নি। তাতে কি হয়েছে আবারও ধেয়ে আসছে কালবৈশাখী। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে এই মূহুর্তে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের জেরে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তার করছে বাংলাদেশ ও মণিপুর অবধি। সেই কারণে প্রচুর জলীয় বাস্প সংগ্রহ করছে ঘূর্ণাবর্তটি। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সেই কারনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বজ্রগর্ভ মেঘসহ বাংলায় ধেয়ে আসছে কালবৈশাখী।
যেহেতু নিম্নচাপ অক্ষরেখাটি সক্রিয় রয়েছে তার উপর ঘূর্ণাবর্তের দোসর তাই অনুকূল পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। হাওয়া অফিস সূত্রে খবর, কালবৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশপাশি মঙ্গলবার সন্ধ্যায় নদিয়া,মুর্শিদাবাদ,দুই মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সোমবারের তুলনায় এদিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গিয়েছে। তবে এই ঝড়বৃষ্টির জন্য তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।