kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: সারাদিন ধরে তাঁর কোনও হদিশ মিলছিল না৷ কিন্তু বুধবার সন্ধেতে নাটকীয়ভাবে কংগ্রেসের সদর দফতরে এসে সাংবাদিক বৈঠক করলেন আইএনএক্স মিডিয়াকাণ্ডে মূল অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷

নিখোঁজ থাকার প্রায় ২৭ ঘন্টা পর এআইসিসির সদর দফতরে সাংবাদিক বৈঠকে চিদম্বরম বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যাচার চলছে৷ তিনি কোনও দোষ করেননি৷ এমনকি তাঁর নামে কোনও চার্জশিটও তৈরি হয়নি৷ তিনি আরও বলেন, তাঁর ছেলে কার্তিকে ফাঁসানো হচ্ছে এই মামলায৷ পাশাপাশি তিনি বলেন, সুপ্রিম কোর্টের ওপর আস্থা আছে তাঁর৷ তাঁর উধাও থাকার প্রসঙ্গেও কথা বলেন তিনি৷ তাঁর বক্তব্য়, গতকাল আইনজীবীদের সঙ্গে ছিলেন তিনি, সারারাত জেগে কাগজপত্র তৈরী করছিলেন৷

বুধবার চিদম্বরম মামলার শুনানি নিয়ে সকাল থেকেই একপ্রস্ত নাটক চলে শীর্ষ আদালতে। সকালে জামিনের আবেদন নিয়ে চিদম্বরমের আইনজীবী আদালতে বিচারপতি রামান্নার এজলাসে দ্বারস্থ হলে বিচারপতি জানিয়ে দেন এই মামলা যাবে প্রধান বিচারপতির এজলাসে। কিন্তু তিনি ব্যস্ত থাকায় ফের মামলা ফেলে বিচারপতি রামান্নার এজলাসে। জরুরী ভিত্তিতে শুনানির আবেদন করে যে আবেদনপত্র পেশ করা হয় তাতে ভুল খুঁজে পায় আদালত। ফেরত দেওয়া হয় ওই আবেদন পত্র৷ নতুন করে ভুল শুধরে ফের আবেদন করা হলে, আদালতের জরুরী ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে৷ আগামী শুক্রবার এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here