মহানগর ওয়েবডেস্ক: রাজস্থান ও ওড়িশার পর এবার পঞ্জাব। করোনার সংক্রমণ ঠেকাতে রাজ্যকে সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। রাজ্য সরকারের সূত্রে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত সেখানে সবরকমের পরিষেবা বন্ধ রাখা হবে। শুধুমাত্র সবজি, দুধ এবং ওষুধ দোকান-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানগুলিকে ছাড় দেওয়া হয়েছে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউনের সময় রাজ্যের মানুষের খাবারের অভাব হবে না। যারা জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অন্তর্গত তাঁদের মে মাস পর্যন্ত বিনামূল্যে গম সরবরাহ করা হবে। এমনকী দৈনিক মজুর, রাস্তার দোকানদার জন্য বিনামূল্যে খাবারের প্যাকেট দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, রাজস্থান দেশের প্রথম রাজ্য যেখানে সম্পূর্ণভাবে লক ডাউন করা হয়। এরপর ওড়িশা ও পঞ্জাবও একই পথে হাঁটল।