নিজস্ব প্রতিবেদক, উত্তর চব্বিশ পরগণা: ফের এনআরসি কান্ডে মৃত্যু ১ জনের। বসিরহাট মহকুমার হিঙ্গল গঞ্জ থানার কাঁটাখালি এলাকার ঘটনা। বছর ৪২- এর তসলিমা বিবি তামিলনাড়ুতে শ্রমিকের কাজ করতন। গত দু’বছর আগে বাড়িতে এসেছিলেন তসলিমা। তাঁর আধার কার্ড ছিল না। চিন্তায় এনআরসির জন্য পঞ্চায়েত বিডিও অফিসে বেশ কয়েকদিন ধরে আধার কার্ড উপযুক্ত নথি কাগজপত্র নিয়ে চিন্তায় ছিলেন তিনি।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে হিঙ্গল গঞ্জ বিডিও অফিস ও অনলাইনের জন্য নথিপত্র নিয়ে নিয়ে হাঁটাহাঁটি করছিলেন তিনি। এমনকি হাসনাবাদ ব্লকেও একাধিকবার গেলে আশ্বাস দেন জনপ্রতিনিধিরা। কিন্তু জমর দলিল নিয়ে সমস্যা ছিল তাঁর। আর সেই সাথে চেপে বসেছিল নথি ঠিক না হলে দেশ ছাড়ার ভয়। হতাশাগ্রস্থ হয়ে মঙ্গলবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তসলিমা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বসিরহাট জেলা হাসপাতালের নিয়ে আসা হয় তাঁকে। বুধবার দুপুর বারোটা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। স্বামী আকবর গাজী পেশায় বিড়ি শ্রমিক বলেন, এনআরসি ভয়েই এক পুত্র ও তিন কন্যা সন্তান রেখে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন তসলিমা।