cricket news

Highlights

  • তিন ওয়ানডেতে জঘন্য হারের পর প্রথম টেস্টেও মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল
  • দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে ভারত, বলেছেন বিপক্ষ নিউজিল্যান্ডের এক নম্বর পেসার ট্রেন্ট বোল্ট
  • ওয়েলিংটনে প্রথম টেস্টে ভারতকে হারিয়ে ১০০টি টেস্ট জয়ের রেকর্ড গড়ে নিউজিল্যান্ড

 

মহানগর ওয়েবডেস্ক: তিন ওয়ানডেতে জঘন্য হারের পর প্রথম টেস্টেও মুখ থুবড়ে পড়েছে ভারতীয় দল। পরপর চারটি ম্যাচ হারের ফলে বিরাট বাহিনীর আত্মবিশ্বাস একেবারেই তলানিতে। তা সত্ত্বেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে ভারত। না, এই বিশ্বাস কোনও ভারতীয় তারকার নয়। বরং এই কথা বলেছেন বিপক্ষ নিউজিল্যান্ডের এক নম্বর পেসার ট্রেন্ট বোল্ট!

তিনি জানান,

‘ভারত বিশ্বের এক নম্বর দল। কারণ, তারা যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। আমরা অবশ্যই আশা করছি তারা এখানের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে। ভারতের পরিসংখ্যানই তাদের হয়ে কথা বলে।’

প্রথম টেস্টের প্রথম ইনিংসে এক উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন বোল্ট। দ্বিতীয় টেস্টেও যে একেবারে পেস সহায়ক পিচ হতে চলেছে, সেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। ‘আমার আশা দ্বিতীয় টেস্টেও উইকেটে ঘাস থাকবে। ক্রাইস্টচার্চের উইকেট সবসময় ভাল হয়। পিচে টার্ন থাকে। অবশ্যই চোট সারিয়ে টেস্টে ফিরে বেশ ভাল লাগছে। টেস্টই ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট’, বলেন তিনি।

বোল্ট আরও জানান, ‘আমরা এখানকার পিচে বল করতে ভালবাসি। ভারতের বিরুদ্ধেও নিজেদের সেরাটা দিতে আমরা তৈরি। আমরা শেষ কিছু সময় ধরে বেশ ভাল খেলছি আর এতে আমরা বেশ খুশি।’

প্রসঙ্গত, ওয়েলিংটনে প্রথম টেস্টে ভারতকে হারিয়ে ১০০টি টেস্ট জয়ের রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। পাশাপাশি, তারাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে ভারতকে হারাল। আগামী শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু হতে চলেছে দ্বিতীয় তথা শেষ টেস্ট।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here