Olympics could be delayed
ভেস্তে যেতে পারে টোকিও অলিম্পিক, ইঙ্গিত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চিফের

মহানগর ওয়েবডেস্ক: গ্রিস থেকে টোকিওতে চলে এল অলিম্পিক টর্চ৷ আর এমন দিনেই অলিম্পিক পিছিয়ে যাওয়ার খবর চলে এল৷ ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নিয়ে এমনই আপডেট দিলেন ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চিফ সেবাস্তিয়ান কো৷বৃহস্পতিবার তিনি স্বীকারই করে নিলেন যে, করোনা জেরে শেষপর্যন্ত স্পোর্টসের সেরা ইভেন্টকে পিছিয়ে দেওয়া ছাড়া আর কোনও রাস্তাই হয়তো খোলা থাকবে না ইন্টারন্যাশনল অলিম্পিক কমিটির (আইওসি) কাছে৷


মহামারী থেকে করোনা অতিমারীরতে রূপান্তরিত হয়েছে৷ প্রতিদিনই বিশ্বব্যাপী মৃতের পাশাপাশি আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ গ্লোবাল স্পোর্টিং ক্যালেন্ডার তছনছ হয়ে গিয়েছে৷ পিছিয়ে দিতে হয়েছে ইউরো কাপ ও কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট৷ কিন্তু অলিম্পিক ঠিক সময় হবে বলেই বারবার জানাচ্ছে আইওসি৷ এমনকী গত সপ্তাহে আইওসি-র চেয়ারম্যান থমাস বাক বলেছেন যে, আগামী ২৪ জুলাই থেকেই অলিম্পিক শুরু করাই তাদের লক্ষ্য৷

কো, ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চিফ হওয়ার পাশাপাশি টোকিও অলিম্পিক গেমস কোর্ডিনেশন কমিশন৷ বিবিসি তার থেকে জানতে চেয়েছিল জুলাইয়ের বদলে কি অলিম্পিক সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ হতে পারে? তিনি বলছেন,”এই মুহূর্তে যে কোনও কিছু সম্ভব৷ এই মুহূর্তে স্পোর্টসের যেদিকে এগোচ্ছে তাতে করে পিছিয়ে দেওয়ার কথা ভাবতে হতেই পারে৷ আমি আইওসি ও অনান্য ফেডারেশনের সঙ্গে বৈঠক করেছি, তারা কিন্তু কেউ বলছে না, সময়মতোই অলিম্পিক হবে৷ কিন্তু আমার এখনই কোনও সিদ্ধান্তে আসছি না৷ কিন্তু পরিস্থিতি সেরকম হলে পিছিয়ে দেওয়া বা বাতিল করার কথা ভাবাই যেতে পারে৷ কারণ আমাদের কাছে আর কোনও বিকল্প নেই৷”

যদি অলিম্পিকের ১২৪ বছরের ইতিহাস ঘাঁটলে জানা যাবে যে, তিনবার অলিম্পিক বাতিল হয়েছে৷ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ১৯১৬, ১৯৪০ ও ১৯৪৪ সালের অলিম্পিক ভেস্তে যায়৷ টোকিও অলিম্পিকও যদি পরিত্যক্ত হয় তাহলে চতুর্থবার এমনটা ঘটবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here