অর্ঘ্য নস্কর: হাতে এখন প্রচুর কাজ। কখনও ওয়েব সিরিজ, আবার কখনও পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা। তাছাড়া মিউজিক ভিডিও ও অ্যাড শ্যুটে ব্যস্ত। তিনি আর কেউ নয়, টলিউডের নতুন সেনসেশন দর্শনা বণিক। ওয়েব সিরিজ, অফবিট সিনেমা করেছেন দর্শনা। কিন্তু টলিউডে এই মুহূর্তে তরুণ তুর্কিদের মধ্যে এগিয়ে আছেন তিনিই। এবারে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, পরিচালক অভিমুন্য মুখার্জীর আগামী সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। এই প্রথম কোনও কমার্শিয়াল সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে দর্শনাকে। খবরের সত্যতা জানার জন্য দর্শনাকে ফোন ঘোরাতেই সম্মতি জানিয়ে বললেন, ”হ্যাঁ আমি এই সিনেমাটিতে অভিনয় করছি। আদ্যোপান্ত কমার্শিয়াল কমেডি ছবি এটা। এদিন এই সিনেমার মুহরৎ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দর্শনা। এসকে মুভিজের ব্যানারে আসছে এই সিনেমাটি”।
কারা কারা থাকছেন এই সিনেমাতে? সেই বিষয়ে দর্শনা জানিয়েছেন, ”আমি ছাড়া, ওম, সোহম ও শ্রাবন্তী থাকবেন। তাছাড়াও বিশ্বনাথ দা ও কাঞ্চন দা,শুভাশিষ দাও থাকবেন এই সিনেমাটিতে”। ওম সাহানির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে দর্শনাকে। কলকাতায় শ্যুটিং হবে অভিমুন্য মুখার্জীর সিনেমাটির। চলতি মাসেই শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন দর্শনা। তবে এখনও অবধি সিনেমার নাম কিছু ঠিক হয়নি বলে জানালেন দর্শনা।