news national

মহানগর ওয়েবডেস্ক: জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ওমর আবদুল্লা তার সরকারি বাসভবন ছাড়তে চলেছেন৷ গুপকার রোডে তার এই সরকারি বাসভবনে তিনি রয়েছেন ২০০২ সাল থেকে৷ ওই বছরই তিনি শ্রীনগরের সাংসদ নির্বাচিত হয়েছিলেন৷ অর্থাত্ ১৮ বছর ওই বাসভবনেই কাটিয়েছেন তিনি৷ টুইট করে ওমর আবদুল্লা এই খবর দেন৷

টুইটে ওমর লেখেন, জম্মু কাশ্মীর বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় এর এনটাইটেলমেন্টের নিয়ম পরিবর্তিত হয়েছে৷ তাই তিনি বাড়িটি খালি করছেন। গত অগাস্টে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় এবং এই রাজ্যের যে বিশেষ মর্যাদা ছিল তা প্রত্যাহার করে সংসদ৷ তিনি জানিয়েছেন, অন্য বাড়ি খোঁজা শুরু করেছেন এবং অক্টোবরের শেষ দিকে তিনি এই বাড়িটি খালি করে দেবেন৷

টুইটে এনসি নেতা এও জানান, তাকে ঘর ছেড়ে দেওয়ার জন্য কোনও নোটিশ পাঠানো হয়নি৷ তিনি নিজে থেকেই ঘরটি ছেড়ে দিচ্ছেন৷ ওমরের সরকারী বাসভবনটি তার বাবা ফারুক আবদুল্লাহ এবং তার পিসি ও বোনের বাড়ির কাছাকাছি ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর বাবার বাড়ী বা শহরের অন্য কোনও জায়গায় চলে যাবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। গুপকারকে শহরের সর্বাধিক সুরক্ষিত অঞ্চল হিসাবে বিবেচনা করা হয় এবং এটি চব্বিশ ঘন্টা কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here