মহানগর ওয়েবডেস্ক : সাইবার ব্যুলিংয়ের শিকার অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার অভিযোগের ভিত্তিতেই এদিন গ্রেফতার হয়েছেন এক যুবক। মুম্বইয়ের সাইবার সেলের তরফে গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।
শশীকান্ত গুলাব যাদব নামে ওই ব্যক্তি বেশ কিছুদিন ধরেই সোনাক্ষী সিনহাকে ইনস্টাগ্রামে কুরুচিকর মন্তব্য ও অশ্লীল কথা বলছিলেন। তার ভিত্তিতেই মুম্বই সাইবার সেলের কাছে এই অভিযোগ করেন সোনাক্ষী। তারপরেই এদিন তাকে গ্রেফতার করে পুলিশ। এদিন মুম্বই পুলিশের এই সাফল্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন সোনাক্ষী।
এমনিতেই বলিউডে একাধিক অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও কদর্য আক্রমণ করেন নেটিজেনরা। কিছুদিন আগেই টুইটারে এমনই ঘটনার সম্মুখীন হওয়ার জন্য নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দেন সোনাক্ষী। সূত্রের খবর, ওই ব্যক্তিকে বারবার বারণ করেন সোনাক্ষী নিজের কমেন্ট বক্সে। কিন্তু শশীকান্ত কোনও কথা না শুনে লাগাতার কুরুচিকর আক্রমণ করতে থাকেন। তাই সোনাক্ষী ও তাঁর টিমের পক্ষ থেকে গত ১৪ আগস্ট মুম্বই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন সকালে গ্রেফতার হয়েছেন ওই যুবক।