নিজস্ব প্রতিবেদক, পুরুলিয়া: নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে কুটির শিল্পের মতো গজিয়ে ওঠা অস্ত্র কারখানার হদিশ পাচ্ছে পুলিশ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্র সহ পুলিশের জালে উঠে আসছে একের পর এক বেআইনি অস্ত্র পাচারকারি৷ নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি সৃষ্টি করতেই এক জায়গা থেকে অন্যত্র এই ধরণের আগ্নেয়াঅস্ত্র সরবরাহ প্রক্রিয়া চলছে সন্দেহ পুলিশের৷ অস্ত্রের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বিস্ফোরক আদানপ্রদানও৷ সম্প্রতি টালা ব্রিজের কাছে বিস্ফোরক উদ্ধারের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ৷
এরপরেই বুধবার দক্ষিণ ২৪ পরগণায় এম্রয়ডারি মেশিনে শাড়ির নকশা তৈরির আড়ানে গোপনে অস্ত্র কারবারের সন্ধান পেয়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ৷ বৃহস্পতিবার ফের একবার গোপন সূত্রে খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ওই দিন রাত তিনটে নাগাদ পুরুলিয়া চাইবাসা ৩২ নাম্বার জাতীয় সড়কের ওপর ঝাড়খন্ড সিমানার কুড়নি মোড়ের কাছে ধাওয়া করে অজিত সিং ভুমিজ নামে এক আগ্নেয়াস্ত্র পাচারকারিকে ধরে ফেলে৷
পালিয়ে যায় মধু সিং সর্দার নামে অপর এক আগ্নেয়াঅস্ত্র পাচারকারি৷ অজিত সিং সর্দারের বাড়ি বলরামপুর থানার লক্ষণডি গ্রামে। তার কাছ থেকে একটি পাইপ গান এবং চারটে এস বি বি এল গান(বড় বন্দুক) এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এদিন তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। ধৃতের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবে পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ বিভিন্ন রাস্তার উপর নাকা চেকিং শুরু করেছে। এরপরেই বড় সড় সাফল্য পেল বলরামপুর থানার পুলিশ৷ ডি এস পি বিদ্যুৎ তরফদার জানান, ধৃত আর্মস ব্যবসার সঙ্গে যুক্ত। পলাতক মধু সিং সর্দারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷