bengal news

Highlights

  • চার পাওয়ালা মুরগি দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
  • মানুষ এই মুরগী বাচ্চাটিকে দেখতে ভিড় জমাচ্ছেন পুরুলিয়ার বাগমুন্ডি থানার লালডি গ্রামে

নিজস্ব প্রতিনিধি: একটি মুরগী বাচ্চার চারটি পা। আর এই খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষ এই মুরগী বাচ্চাটিকে দেখতে ভিড় জমাচ্ছেন পুরুলিয়ার বাগমুন্ডি থানার লালডি গ্রামে দিলীপ গোপের বাড়িতে। এই প্রথমবার চার পাওয়ালা মুরগি দেখা যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দিলীপ বাবু জানান, ন’টি ডিম বাচ্চা দেওয়ার জন্য মুরগীর কাছে বসানো হয়। যার মধ্যে ৬টির বাচ্চা হয়। তার মধ্যে দেখা যায় একটি বাচ্চার রয়েছে চারটি পা। আর এই খবর ছড়িয়ে পড়তেই দিলীপ গোপের বাড়িতে ভিড় জমান গ্রামবাসীরা। শুধু লালডি গ্রাম নয়, আসে পাশের গ্রাম এমনকি পথ চলতি মানুষও এই খবর পেয়ে দিলীপ গোপের বাড়িতে ছুটে যান।

উৎসুক জনতা এই দৃশ্য মোবাইল বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। এদের মধ্যে এক দু’জন ধর্মপ্রাণ মানুষ বলতে থাকেন সবই ভগবানের লীলা তা নাহলে কি দুটি পায়ের জায়াগায় চারটি পা হয়। অনেকে বলছেন কলিযুগ আর কত কি দেখবো। তবে এই প্রথম মুরগির চারটি পা দেখে হতবাক সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here