নিজস্ব প্রতিবেদক, কৃষ্ণনগর: ছুটির দিনে সাত সকালে ঠাঁই ঠাঁই ঠাঁই। না ফেলু মিত্তিরের কোন ডায়লগ নয়, সত্যি করে গুলি চলল নদিয়া জেলার পলাশিপাড়া বিডিও অফিসের সামনে। আর দুস্কৃতীদের হাতের বন্দুক থেকে ছোঁড়া সেই গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুভাষ বিশ্বাস নামে এক ব্যক্তি। ঘটনার জেরে মুহুর্তের মধ্যে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
জানা গিয়েছে, রবিবার সকালে অনান্য দিনের মতই এদিন সকালে পলাশিপাড়া বিডিও অফিসের সামনে একটি চায়ের দোকানে চা খেতে এসেছিলেন বিজয়নগর এলাকার বাসিন্দা সুভাষ বিশ্বাস। সেই সময় বাইকে করে দুই দুস্কৃতি এসে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালায়। প্রতক্ষ্যদর্শীদের মরে দুই রাউন্ড গুলি চালাবার ঘটনা ঘটে। গুলি খেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুভাষবাবু। আশঙ্কাজনক অবস্থায় তাকে পলাশীপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান পুরানো কোন বচসার জেরেই তাকে খুন করা হয়েছে। যে দুই দুস্কৃতি গুলি চালিয়েছে তারা সুপারি কিলার হতে পারে বলেও পুলিশের সন্দেহ।