shukla dhoni

মহানগর ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনির মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি, এমনটাই মনে করেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। পাশাপাশি, তাঁর মতে কবে ধোনি অবসর নেবে, সেই সিদ্ধান্তটাও তাঁর ওপরই ছেড়ে দেওয়া উচিত। তিনি জানান, বিসিসিআইয়ের এমন নিয়ম আছে যা অনুযায়ী কোন খেলোয়াড় কবে অবসর নেবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, অন্য কেউ তাতে হস্তক্ষেপ করতে পারে না।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে রাজীব শুক্লা জানান, ‘আমার মতে ধোনি একজন কিংবদন্তি। ওর মধ্যে এখনও অনেক খেলা বাকি আছে। ফলে ওকে অবসর নিয়ে চাপ দেওয়া উচিত নয়। ও কবে ক্রিকেট থেকে অবসর নেবে, সেটা ধোনির ওপরই ছাড়া হোক। আর বিসিসিআইয়ের নিয়মই আছে যে খেলোয়াড়ের অবসরের সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত বিষয়।’

প্রসঙ্গত, ২০১৪ সালেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহি। তারপর থেকে শুধু সীমিত ওভারের ক্রিকেটই খেলছিলেন। কিন্তু গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের পর থেকে অজ্ঞাত সময়ের জন্য বিশ্রামে চলে যান তিনি। কবে ফের জাতীয় দলে ফিরবেন, তা কেউ জানে না। এরমধ্যে বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি। যদিও এই আইপিএলে ফের একবার খেলতে দেখা যাবে মাহিকে।

অন্যদিকে, ভারতের ক্রমাগত ক্রিকেট খেলা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরপর ক্রিকেট খেলা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বিরাট কোহলিও। সেই প্রসঙ্গে রাজীব শুক্লা জানান, ‘ভারত অতিরিক্ত ক্রিকেট খেলে ফেলছে। আমার মতে এমনভাবে ক্রীড়াসুচি তৈরি করা উচিত, যাতে দুটি সিরিজের মাঝে ক্রিকেটাররা পর্যাপ্ত বিশ্রাম পায়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here