Parul

নিজস্ব প্রতিনিধি:  কলকাতার পর এবার শিলিগুড়ি। করোনা বিধি লঙ্ঘন করে শিলিগুড়ির হোটেলে পার্টির আয়োজন করেছিলেন কয়েকজন। ঘটনায় সঙ্গে যুক্ত থাকায় মহিলা ও পুরুশ মিলিয়ে ৪১ জনকে শিলিগুড়ি পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

ads

শিলিগুড়িতে একটি হোটেলে পার্টি হচ্ছে। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ। হোটেলে পৌঁছে চড়কগাছ পুলিশের। রীতিমতো ডিজে চলছে। মদের ফোয়ারা, তার সঙ্গে উদ্দাম নাচ। পুলিশ ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে ৪১ জনকে গ্রেফতার করে। তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৫ জন মহিলা রয়েছে বলে জানা গিয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হবে। সকলের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রজু করা হয়েছে।

এর আগে কলকাতায় দুটি হোটেল এই রকম পার্টির আয়োজন করতে দেখা যায়। পুলিশ অভিযান চালালে আয়োজকদের সঙ্গে তর্কাতর্কি হয়। ধ্বস্তাধ্বস্তিও হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩৭ জনকে গ্রেফতার করেছে। কী করে এই পার্টির আয়োজন করা হল, সেই নিয়ে বিস্তারিত খবর জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here