kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: প্রায় দেড় মাস হতে চলল কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নিয়েছে কেন্দ্র৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে তেলেবেগুনে জ্বলে উঠেছিল পাকিস্তান৷ বারবার ভারতের বিরোধীতা করে কোণঠাসার চেষ্টা করেছে ইমরান খানের দেশ৷ উপরন্তু তাদের দাবি কাশ্মীর প্রসঙ্গে নাকি পাকিস্তানের সমর্থন করছে ৫৮টি দেশ৷ কিন্তু ৫৮ টি দেশ কারা? সেই প্রশ্ন করতেই বেজায় চটে গেলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি৷

সম্প্রতি পাক টেলিভিশনের একটি চ্যানেল এক্সপ্রেস নিউজে একটি অনুষ্ঠানে সাংবাদিক জাভেদ চৌধুরী প্রশ্ন করেছিলেন ইমরান খানের এই ৫৮টি দেশের সমর্থনের বিষয়টি বারবার সংবাদমাধ্যমের সামনে তুলেছেন বিদেশমন্ত্রী। তিনি কি বলতে পারবেন সেই দেশুগুলি কারা? এই প্রশ্ন করতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন শাহ মেহমুদ কুরেশি৷ উত্তর তো তিনি দেনইনি উল্টে ওই সাংবাদিকের বিরুদ্ধে তোপ দাগেন তিনি৷ সাংবাদিককে পাল্টা কুরেশি বলেন, আপনি কার হয়ে কথা বলছেন? আপনি কি আমাকে বলে দেবেন যে কোন কোন দেশ পাকিস্তানকে সমর্থন করেছে। আপনার যা লিখতে মনে হয় আপনি লিখতে পারেন৷ এই ধরণের মন্তব্যের পর সাংবাদিক বলেন আপনি তো নিজেই টুইট করে প্রধানমন্ত্রী ইমরান খানের এই টুইটকে সমর্থন করেছিলেন৷ এরপর সেই টুইট দেখাতে আরও রেগে যান কুরেশি৷ তবে তিনি ক্ষুব্ধ হলেও প্রশ্নটির সদুত্তর দিতে পারেননি৷

পাকিস্তানকে ৫৮ দেশের সমর্থন প্রসঙ্গে অবশ্য এর আগেও হাসির পাত্র হয়েছেন ইমরান খান। তাঁর দাবি ছিল, রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গে তাঁর বক্তব্যকে ৫৮টি সদস্য দেশ সমর্থন করেছে। কিন্তু আসলে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশের সংখ্যা ৪৭। যা নিয়ে কম হাসির খোরাক হননি তিনি৷ যদিও দেশগুলির নাম জানাটাই ছিল লাখ টাকার প্রশ্ন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here