ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি নিজেদের প্রধান শত্রু আখ্যা দিয়ে চাঞ্চল্য ছড়াল পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এক বিবৃতির মাধ্যমে আজ এই জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহারের ভাই মৌলানা তালহা সিয়াফ ভারত তথা নরেন্দ্র মোদীকেই নিজেদের প্রাথমিক শত্রু হিসাবে চিহ্নিত করে। সিয়াফকে বলতে শোনা যায়, ‘জইশের প্রধান এবং সবথেকে বড় শত্রু হল ভারত। এবং এই শত্রুদের নেতা হলেন মোদী। এদের পরাস্ত করতে হলে জেহাদ বাদে আর কোনও রাস্তা নেই।’
চিরাচরিত কায়দায় ‘জিহাদ’ নামক ভণ্ডামির গাজর দেখিয়ে মুসলিমদের শ্রেষ্ঠত্ব লাভের কথা বলে ফের জম্মু কাশ্মীরকেই নিশানায় নিয়েছে এই সন্ত্রাসবাদী। এমনকি রাম মন্দির প্রসঙ্গেও কথা বলতে শোনা যায় এই জঙ্গিকে। সিয়াফ বলে, ‘ভারত সরকার বহুদিন ধরে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতি বছরই ভারত সরকারকে বলতে শোনা যায়, এবছরই অমুক দিনে এখানে রাম মন্দির নির্মাণ করা হবে। কিন্তু তারপইর সীমান্তের এদিক থেকে হুমকি দেওয়া হয় ওখানে রাম মন্দির তৈরি করা যাবেনা। ফলে আজ পর্যন্ত তা বানানো হয়নি, বানানো যাবেও না। ভারতীয় মুসলিমরা সেটা কখনও হতে দেবেন না।’
জইশ সন্ত্রাসবাদীর কথায় এদিন বারবার উঠে এসেছে জম্মু কাশ্মীর প্রসঙ্গ। তাঁর দাবি, বিগত ৬০ বছর ধরে পাকিস্তানের জন্য একের পর এক সমস্যার সৃষ্টি করেছে ভারত। জম্মু কাশ্মীরেও নিজেদের আধিপত্য ঘোষণা করতে পারছে না ভারত। এই অবস্থায় কাশ্মীরের ভাই-বোনেদের পাশে দাঁড়ানোর প্রয়োজন আমাদের।