kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: কাশ্মীরে ৩৭০ ধারা লোপ করল ভারত৷ গোঁসা হল পাকিস্তানের৷ এতটাই যে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে৷ বখরি ইদের পরে এবার পাকিস্তানের ৭৩তম স্বাধীনতা দিবসের দিনেও ওয়াঘা-আটারি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে মিষ্টি বিলি হল না প্রতিবারের মতো৷ এমনকী পরস্পরের মধ্যে কোনওরকম সৌজন্য বিনিময় হয়নি৷

যে কোনও অনুষ্ঠানে দুইদেশের মধ্যে মিষ্টি দেওয়া নেওয়া হত, শুভেচ্ছা বিনিময় হত৷ এবার আর হল না৷ কাশ্মীরিদের আত্ম নিয়ন্ত্রণ নিয়ে সরব হয়েছে পাকিস্তান৷ একটি স্বাধীন সার্বভৌম দেশের ভেতরের বিষয় নিয়ে অযথা জলঘোলা করছে ইমরানের দেশ৷ আন্তর্জাতিক দুনিয়ায় অবশ্য পাকিস্তান একেবারেই কাশ্মীর ইস্যুতে সুবিধ করতে পারেনি৷

কাশ্মীর ৩৭০ ধারা লোপ করা একেবারেই ভারতের নিজেদের বিষয়৷ এই নিয়ে পাকিস্তানের নাক গলানোর কোনও এক্তিয়ার নেই৷ ভারত আন্তর্জাতিক দুনিয়া সহ রাষ্ট্রসংঘকে এ’কথাটা স্পষ্ট বোঝাতে পেরেছে৷ এখনও এই বিষয় নিয়ে দু’দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়নি৷ তবে যুদ্ধর মতো আবহ৷ কারণ স্বাভাবিক অবস্থায় এমন অসৌজন্য দেখালেন না দুই দেশের সীমান্তরক্ষীরা৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here