kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাস্ক ফোর্স বা এফএটিএফ সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভতসর্না করেছিল পাকিস্তানকে৷ জানিয়েছিল, সন্ত্রাসবাদকে নিমূল করতে কোনওরকমই পদক্ষেপ করছে না ইসলামাবাদ৷ যার জেরে এফএটিএফের কালো তালিকাভুক্ত হতে পারে তারা৷ আজ সেই ভাগ্যনির্ধারণই হতে চলেছে ইমরানের দেশে৷ আজ থেকে প্যরিসে শুরু হচ্ছে ফাইনেন্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ বৈঠক৷

সন্ত্রাসবাদে যথাযোগ্য আর্থিক মদত দেওয়ার জন্য এর আগেই এফএটিএফের ধূসর তালিকায় জায়গা করে নিয়েছিল পাকিস্তান৷ আর তার জেরে ওই দেশের অর্থব্যবস্থায় বড়সড় আঘাত লেগেছিল৷ তবুও পরোয়া নেই তাদের৷ সন্ত্রাস দমনের ক্ষেত্রে যতই বড়বড় বুলি বলুক না কেন ইমরান খান, আদতে নিজের অবস্থান থেকে একচুলও নড়েনি তারা৷ যার জেরে এবার এফএটিএফের খাতায় ব্ল্যাক লিস্টেড হতে পারে পাকিস্তান৷ প্রায় ৩০ বছরের পুরনো সংস্থা এফএটিএফ বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থার উপর নজর রাখে। এই সংস্থার রায় সম্পূর্ণভাবে নির্ভর করবে তাদের সদস্যদের সিদ্ধান্তের উপর।

কিন্তু নিজেদেরকে এই সংস্থার ধূসর তালিকা থেকে বের করে আনার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। কিন্তু তার জন্য আজ বৈঠকে পাকিস্তানের পক্ষে আন্তত ১৫টি ভোট পড়তে হবে। আন্তর্জাতিক মহল মনে করছে, ১৫টি ভোট পাকিস্তানের পক্ষে যাওয়া কার্যত অসম্ভব। সেক্ষেত্রে তাদের আরও একবার গ্রে লিস্ট-এর অন্তর্ভুক্ত থাকতে হতে পারে তারা৷ আবার হতে পারে কালো তালিকাভুক্ত৷ যদি সেটা হয় তাহলে মুখ থুবড়ে পড়তে পারে পাকিস্তানের অর্থনীতি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here