ডেস্ক: ফের পাকিস্তানী সেনার হামলায় রক্তাক্ত জম্মু কাশ্মীর। পাল্টা হামলা চালিয়ে বড় সাফল্যও পেল ভারতীয় সেনা। উপত্যকায় মঙ্গলবার সকাল থেকেই রাজৌরি জেলার মাঞ্জাকোট সেক্টরে লাগাতার গুলিবৃষ্টি চালায় পাক রেঞ্জার্স। অন্যদিকে গতকাল কাশ্মীরের বান্দিপোরা সেক্টরে গতকাল রাতে দুঃসাহসিক অভিযান চালিয়ে এক জঙ্গিকে খতম করে সেনা জওয়ানেরা। গতকাল ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ এলাকা ঘিরে রেখে শুরু হয় অভিযান।
মঙ্গলবার সকাল থেকে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ধেয়ে আসা শুরু হয় একের পর এক মর্টার, গ্রেনেড এবং স্বয়ংক্রিয় অস্ত্র। ভারতীয় সেনার তরফ থেকে পাল্টা হামলা চালানো হলে তাতে জখম হয় পাক সেনাও।
উল্লেখ্য, গতকালই সুপোর জেলায় জঙ্গি হামলায় শহিদ হন এক পুলিশকর্মী। কর্তব্যরত অবস্থায় পুলিশের উপর হামলা চালায় জঙ্গিরা। সম্প্রতি রাজৌরি, বারামুলা, কাঠুয়া, কুপওয়ারা সহ কাশ্মীর উপত্যকায় তাদের হামলায় শহিদ হয়েছেন চার নিরাপত্তারক্ষী। প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষও।