ডেস্ক: কোনও রকম প্ররোচনা ছাড়াই ভারতীয় সীমান্ত লক্ষ্য করে ফের অবাধে গুলি চালাল পাকিস্তানি সেনা। বুধবার রাত থেকে এই গুলি চালানোর ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের উরি সেক্টরের কামারকোট এলাকায়।
সেনা সূত্রে খবর, গতকাল রাতে কোনও রকম প্ররোচনা ছাড়াই সীমান্তে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করেই ছোঁড়া হয় মর্টার ও গুলি। অন্যদিকে, বৃহস্পতিবার সকালেও বারামুলার উরি সেক্টরে গ্রামগুলিকে লক্ষ্য করে ব্যাপক গোলাগুলি ছুঁড়তে শুরু করেছে পাক রেঞ্জার্সরা।
প্রসঙ্গত, দিনদুয়েক আগেই পাল্টা হামলা না চালাতে ভারতের কাছে অনুনয় বিনয় করা হয়েছিল পাকিস্তানের তরফে। কিন্তু ক্রমশ সাফ হচ্ছে যে, পাকিস্তানের সেই আনুগত্য মনোভাব কেবল লোক দেখানো ছাড়া আর কিছুই ছিল না। গত সোমবার রাত থেকে জম্মু কাশ্মীরের কাল্লাই গ্রামের আখনুর সেক্টর লক্ষ্য করে আচমকা গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। ঘটনার জেরে মৃত্যু হয় এক শিশু সহ ৬ সাধারন নাগরিকের। গুরুতর আহত হন এক পুলিশকর্মীও। সেই ঘটনার পর এদিন ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা।